ঢাকা

পদত্যাগ করলেন কুবি উপ-উপাচার্য

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ২৮ আগস্ট ২০২৪ , ০৬:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি পদত্যাগপত্রটি পেয়েছি।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির উল্লেখ করেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদ থেকে বুধবার (২৮ আগস্ট) অপরাহ্নে পদত্যাগ করলাম। আমি যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছি। আমার জানা মতে, কারও প্রতি কোনো অন্যায় করিনি এবং অন্যায়ের সহযোগী হইনি। সব অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।

উপ-উপাচার্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেননি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির। সব মিলিয়ে তিনি ১৪ কর্মদিবস তার দপ্তরে অনুপস্থিত ছিলেন। পরে আজ (বুধবার) দপ্তরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |