ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঢাবির রাজু ভাস্কর্যে হিজাব কাণ্ডে তদন্ত কমিটি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ১১:৫৯ পিএম


loading/img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতির মাথায় কালো হিজাব পরানোর ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও ড. শান্টু বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় দেখা যায়। এ ঘটনা তদন্ত করা হবে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা অনুসন্ধান করবে এই কমিটি।

সন্ত্রাসের বিরুদ্ধে ২৭ বছর আগে তৈরি করা হয় রাজু ভাস্কর্য। 

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |