ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জবিতে ছাত্রলীগ কর্মী আটক, অতঃপর...

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৬:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আফিয়া আনজুম সুপ্তি নামে এক নারী কর্মীকে আটক করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধ না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সুপ্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে শিক্ষার্থীরা।

জানা যায়, অভিযুক্ত আফিয়া আনজুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার সার্টিফিকেট তুলতে আসেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবগত করেন। 

বিজ্ঞাপন

এ সময় আফিয়া বলেন, আমি ছাত্রলীগ করতাম। শেখ মুজিবের আদর্শকে ধারণ করি। কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমার ছাত্রলীগের কমিটিতে কোনো পদ ছিল না। আমার কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না।। আদর্শকে ধারণ করা আমি অন্যায় কিছু মনে করি না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। আমরা পুলিশি ব্যবস্থা নিয়েছি, সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করা হয়েছে।

পুলিশ বক্সের এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমরা প্রশাসন থেকে কল পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনও মামলা থাকলে আমরা তাকে চালান করে দেবো।

বিজ্ঞাপন

তবে পরে প্রক্টর অফিস জানায়, আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |