দেড় ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার 

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০২:১৬ পিএম


দেড় ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে করা রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে তারা তিন দফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে বলেন, বৃহস্পতিবার একই দাবিতে ইফতারের পর ক্যাম্পাসে বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। রাবি, চবি, জাবি, জবি, ৭ কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়াও ক্ষমতাবিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গঠনের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রণয়ন করতে হবে।

উল্লেখ্য, সবক্ষেত্রে নিয়োগে সমতাসহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ করে এর প্রতিবাদে বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission