ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ‘কালচারাল ইয়াং স্টার্স’ প্রতিযোগিতা। কমল মেডিএইড, ঢাবির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভাকে জাগ্রত করতে এবং শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ করতে এই আয়োজনে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটিতে গান-নাচ ও অভিনয় তিনটি বিষয় থাকবে। তিনটি বিষয়েই বিচারক হিসেবে উপস্থিত থাকবেন স্ব স্ব বিষয়ের দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। প্রতিযোগিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। খুব দ্রুতই রেজিস্ট্রেশনের লিঙ্ক প্রকাশিত হবে ও সকল নিয়মকানুন উন্মোচিত হবে।
কমল মেডিএইড, ঢাবি- ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও বিনা ডেলিভারী চার্জে হলরুমে অসুস্হবোধ করা শিক্ষার্থীর প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেয়। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও তাদের পরিবারের জন্য সর্বোচ্চ কম মূল্যে ডায়ালাইসিস, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কম মূল্যে স্বাস্হ্য পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্হা নিশ্চিত করে।
সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহে শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, শিক্ষার্থীদের স্বাস্হ্যসেবা নিশ্চিতকরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, নারী শিক্ষার্থীদের স্বাস্হ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক বিজ্ঞান অনুষদ বিল্ডিংয়ের গার্লস কমনরুমে ও কলাভবনের গার্লস কমনরুমে স্যানিটারী ভেন্ডিং মেশিন প্রতিস্হাপন, শিক্ষার্থীদের কুরআনের প্রতি আকর্ষণ বৃদ্ধিকরনে রমজান মাসে আলকুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ঈদের দিন হলে অবস্হানরত শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিকরনের লক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করে।
সংগঠনটির উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হল ছাত্রদল প্রচার সম্পাদক তানভীর বারী হামিম যিনি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরটিভি/এস