শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত কুয়েটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হবে। তারা কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলমান সমস্যার আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেবেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে এসব কথা বলেন তিনি। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা বিজ্ঞপ্তিতে বলেন, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কুয়েটে আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। এসময় তিনি জানান যে, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।
উল্লেখ্য উপাচার্যের অপসারণ দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ৩২ জন ছাত্র। এ অনশনে সিএসই ২১ ব্যাচে অধ্যয়নরত সাদীদ সিদ্দিকী ফরিব অসুস্থ হয়ে পড়েন।
আরটিভি/এএইচ-টি