ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৭:১৯ পিএম


ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

পলিটেকনিক শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করে আসছে। সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে তারা। এসময় তারা ছয় দফা দাবি তুলেছে। এসব দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। তবে এই কমিটির ওপর আস্থা নেই বলে জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

এ অবস্থায় ফের আন্দোলন-কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে দাবি করে সংগঠনটির সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর আমাদের ভরসা নাই। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু কোনো দাবিই পূরণ হয়নি। নতুন কর্মসূচি নিয়ে আবার জোরালো আন্দোলন শুরু হবে।

আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছিলেন তারা।

বিজ্ঞাপন

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |