লিমনের কথায় মিনার-এলিটার গান

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ , ১২:১৮ পিএম


elita, minar limon,
ছবিতে এলিটা-মিনার-লিমন।

এবার ঈদে মেহেদী হাসান লিমন লিখেছেন মিনার ও এলিটা জন্য। মিনার এর ‘তোমার ভালো হোক’ ও এলিটার ‘তবুও তুমি’।

বিজ্ঞাপন

‘তোমার ভালো হোক’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ আর ‘তবুও তুমি’ গানটির সুর সঙ্গীত আয়োজন করেছেন আবরার শাহির। মিনার গানটি প্রকাশ করবে সি এম ভি আর এলিটার গানটি প্রকাশ করছে সিডি চয়েজ।

এর আগে মেহেদী হাসান লিমনের বেশ কিছু জনপ্রিয়তা পায়। তারমধ্যে ইমরানের ‘এমন একটা তুমি চাই’ ও ‘আমার কাছে তুমি অন্যরকম’। আসিফ আকবর ও কর্ণিয়ার ‘কি করে তোকে বোঝাই’ মিনারের ‘চোখ’, তাহসানের ‘অপ্রাপ্তি’ ও ‘ভালোবাসি তাই’,  প্রীতম হাসানের ‘উড়তে শেখা পাখি’, প্রত্যয় খানের ‘অপরাধী’সহ আরো বেশ কিছু গান।

বিজ্ঞাপন

এছাড়াও মেহেদী হাসান লিমনের ঈদে আরও আসছে আটটি গান। যেগুলোতে কন্ঠ দিয়েছেন পথিক নবী, বেলাল খান, কোনাল, ফজলুর রহমান বাবু, মাহতিম সাকি, লায়লা, মার্সেল ও শামস।

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission