• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

লিমনের কথায় মিনার-এলিটার গান

বিনোদন ডেস্ক

  ৩১ জুলাই ২০২০, ১২:১৮
elita, minar limon,
ছবিতে এলিটা-মিনার-লিমন।

এবার ঈদে মেহেদী হাসান লিমন লিখেছেন মিনার ও এলিটা জন্য। মিনার এর ‘তোমার ভালো হোক’ ও এলিটার ‘তবুও তুমি’।

‘তোমার ভালো হোক’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ আর ‘তবুও তুমি’ গানটির সুর সঙ্গীত আয়োজন করেছেন আবরার শাহির। মিনার গানটি প্রকাশ করবে সি এম ভি আর এলিটার গানটি প্রকাশ করছে সিডি চয়েজ।

এর আগে মেহেদী হাসান লিমনের বেশ কিছু জনপ্রিয়তা পায়। তারমধ্যে ইমরানের ‘এমন একটা তুমি চাই’ ও ‘আমার কাছে তুমি অন্যরকম’। আসিফ আকবর ও কর্ণিয়ার ‘কি করে তোকে বোঝাই’ মিনারের ‘চোখ’, তাহসানের ‘অপ্রাপ্তি’ ও ‘ভালোবাসি তাই’, প্রীতম হাসানের ‘উড়তে শেখা পাখি’, প্রত্যয় খানের ‘অপরাধী’সহ আরো বেশ কিছু গান।

এছাড়াও মেহেদী হাসান লিমনের ঈদে আরও আসছে আটটি গান। যেগুলোতে কন্ঠ দিয়েছেন পথিক নবী, বেলাল খান, কোনাল, ফজলুর রহমান বাবু, মাহতিম সাকি, লায়লা, মার্সেল ও শামস।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপরিবহনে ইলেকট্রিক বাহন চালু করতে চায় উগান্ডা
প্রথমবার যে গানে জুটি বাঁধলেন রুনা লায়লা-বাপ্পা মজুমদার
যাকে নিয়ে ‘আলো আলো’ গানটি লিখেছিলেন তাহসান
গাইবান্ধায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তি চরমে