ঢাকা

কুমার শানু করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ , ০৭:২৩ পিএম


loading/img
কুমার শানু

বিনোদন অঙ্গনে করোনার থাবা বসেছে অনেক আগে। একের পর এক ঢালিউড, বলিউড, টালিউডের অনেকেই আক্রান্ত হয়েছে। এবার ভারতীয় সঙ্গীতশিল্পী কুমার শানুর করোনা আক্রান্ত হবার খবর শোনা গেল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ফেসবুক পেজে সঙ্গীতশিল্পীর টিম এই কথা জানিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয় কিছু জানানো হয়নি।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করানোর পরই তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাড়িতে রয়েছেন নাকি হাসপাতালে ভরতি তা এখনও স্পষ্ট নয়। 

বিজ্ঞাপন

তার ফেসবুক পেজে লেখা হয়েছে, দুর্ভাগ্যজনক খবর। সকলের প্রিয় শানুদা করোনা আক্রান্ত হয়েছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সকলে প্রার্থনা করুন।

উল্লেখ্য, স্টার জলসার সুপারস্টার জুনিয়র অনুষ্ঠানের জাজ ছিলেন কুমার শানু। এবছর সুপার সিঙ্গার বড়দের প্রতিযোগিতায় তার থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে সেখানে দেখা যায়নি।  

বিজ্ঞাপন

সূত্র- এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |