ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নায়িকার সঙ্গে কুমার শানুর লিভ টুগেদার

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০১:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে। অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রী থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। পাশাপাশি ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেন ডিভোর্স। 

বিজ্ঞাপন

এর আগে, কুমার শানুর ছেলে জানকেও এমন বলতে শোনা গিয়েছিল বিগ বসের আসরে। তিনি বলেছিলেন, আমার জন্য, আমার মা-ই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছে। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি।

ছেলের পাশাপাশি কুমার শানুর সেক্রেটারিও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কুমারের অনেক ‘গার্লফ্রেন্ড’ আছে এবং আপাতত, তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে ডেট করছেন।

বিজ্ঞাপন

মূলত এই মীনাক্ষীই কুমার শানুর প্রথম সংসার ভাঙার নেপথ্য কারিগর। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে প্রথম দেখা হয় তাদের। এরপর প্রেম। প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে কুমার শানুর বিয়ে হয়েছিল আশির দশকের মাঝামাঝিতে। তাদের তিন সন্তান। তারা হলেন জেসি, জিকো ও জান।

এদিকে কুমারের সঙ্গে নিজের প্রেমের ফিরিস্তি টেনে তিনি জানান, স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল সেসময়। একদিন কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন শানু। হঠাৎ কাঁদতে শুরু করেন। হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন। সেসময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কুনিকা। তারা দীর্ঘ ৫ বছর লিভ ইন করেন।

প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |