টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় সংসার ভাঙনের মুখে। বর্তমান স্বামী রোশনের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে অনেক ধরনের গুঞ্জন চলছে। এমন অবস্থায় আবারও আলোচনা শুরু হয়েছে শ্রাবন্তীর শেয়ার করা নতুন কিছু ছবি নিয়ে।
আজ মঙ্গলবার শ্রাবন্তী সদ্যোজাত এক শিশুকন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে দেখা যায় শ্রাবন্তীর মুখে প্রশান্তির নিষ্পাপ হাসি।
ছবি পোস্ট ক্যাপশনে তিনি লিখেছেন, A baby is God's opinion that the world should go on..."।
আরো পড়ুন : বিয়ের পরেও মায়ের সাথে থাকতে চান সারা আলি খান
ছবির কমেন্টে একজন প্রশ্ন বলেছেন শিশুটি কে? তার উত্তরে শ্রাবন্তী লিখেছেন "dollu ama"। সম্ভবত তিনি লিখেছেন ‘আমার পুতুল’।
শ্রাবন্তী খুব কম বয়সেই মা হয়েছিলেন। তার সন্তান ঝিনুক অনেক বড় হয়ে গেছে। সম্প্রতি প্রেমিকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। যদিও ছেলের সম্পর্কের কথা জানতেন বলেই জানিয়েছেন শ্রাবন্তী।
ছেলের প্রেম আর স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙনের মুখে শ্রাবন্তীর নতুন এ পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। যদিও ‘ছোট্ট পুতুল’ কার বা কাদের সন্তান তা স্পষ্ট করেননি নায়িকা। তবে তিনি যে মা হননি, তা একপ্রকার নিশ্চিত।
জেবি