সুইমিং পুলে সৃজিত-মিথিলার রোমাঞ্চ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ , ১০:২৫ এএম


সুইমিং পুলে সৃজিত-মিথিলার রোমাঞ্চ
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন কিংবা কাজের জন্য সর্বদা আলোচনায় থাকেন মিথিলা-সৃজিত। ওপার বাংলার সৃজিতের সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন সময় নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কটাক্ষের মুখে পড়েছেন মিথিলা। সর্বশেষ গঙ্গায় সৃজিত-মিথিলার রোমাঞ্চের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জি-নিউজের এক প্রতিবেদনে সৃজিত-মিথিলার রোমাঞ্চের মুহূর্তগুলো এক প্রতিবেদনে প্রকাশ পায়। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুলে স্বামী সৃজিতের সঙ্গে জলকেলিতে মেতে আছেন মিথিলা। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছেন এ দম্পতি। সেখানে গিয়েই এসব ছবি শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ এটিএম শামসুজ্জামান আর নেই

ছড়িয়ে পড়া ছবিতে এটা স্পষ্ট যে, মেয়ে আইরাকে নিয়ে বেশ হাসিখুশি আছেন আলোচিত এ দম্পতি। দু’জনের সঙ্গে মেয়ে আইরাকেও দেখা গেছে ছবিতে।

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয় কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দাম্পত্য জীবনে এক বছরেরও বেশি সময় চলছে। শত ব্যস্ততার মাঝে দুজন দুজনকে যথেষ্ট সময় দেন। এমনকি তাদের সঙ্গে মেয়ে আইরাও থাকেন।

 

বিজ্ঞাপন

এসআর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission