ছোট পর্দার অভিনেত্রী-মডেল ফারিয়া শাহরিন। দীর্ঘ চার বছর প্রেমের পর প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন এই সুন্দরী। গেলো শুক্রবার রাতে আংটি বদল করার খবর জানান ফারিয়া।
তার হবু বরের নাম মুনিম মাহফুজ রিয়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা।
বাগদানের পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথা বলেছেন তিনি। এক দীর্ঘ ফেসবুক পোস্টে ফারিয়া শাহরিন বলেন, 'এরকম অনেককেই চিনি যারা বিয়ে করেও ক্যারিয়ারের জন্য সিঙ্গেল হয়ে আছেন। কিন্তু আমার পক্ষে এতো লুকোচুরি করা সম্ভব না। লাইফ তো একটাই ভাই, আর বিয়ে এনগেজমেন্ট এসব অনেক পবিত্র জিনিস। লুকিয়ে চুলে পাক ধরা পর্যন্ত সিঙ্গেল থাকা সম্ভব না।'
তার বক্তব্য, 'ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ; কিন্তু ইচ্ছা ছিল ক্যারিয়ার যখন তুঙ্গে থাকবে তখনই করবো শুভ কাজটা, ক্যারিয়ার পড়ে যাওয়ার পর না। আমি কাপুরুষ নই, আমি সিংহী। অন্তরাকে যারা ভালোবেসেছিলেন, তার এনগেজমেন্ট দেখে কষ্ট পাচ্ছেন সেই অন্তরা বাস্তবজীবনে ফারিয়া আর ৮-১০ টা মেয়ের মতো না।'
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তৃতীয় সিজনের কাজ করছেন ফারিয়া।
এম