ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ০৮:৫০ এএম


loading/img
ফাইল ছবি

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মূলত নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচিত হন তিনি। প্রতিবাদী কন্ঠ হিসেবে খ্যাত এই অভিনেত্রীর বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ নুসরাতের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন স্বামী

বলিউডের বর্ষিয়ান গীতিকার ও সংলাপ রচয়িতা জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই অভিনেত্রীর বিরুদ্ধে জামিন যোগ্য এই পরোয়ানা জারি করা হয়েছে। তবে সমন জারি করা সত্ত্বেও আদালতে হাজির হননি তিনি। ফলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন কঙ্গনা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কঙ্গনার আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তারা। ইচ্ছে করেই কঙ্গনাকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি তার।

এদিকে আগামী ২৬ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |