ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাজধানীতে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৭:৪৫ পিএম


loading/img

রাজধানীর একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) কলাবাগানের ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। 

হিল্লোল রেমা সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামে। তিনি ওই এলাকার মৃত লিডিং স্টোন রেমার ছেলে।

বিজ্ঞাপন

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হিল্লোল রেমা আর্থিক অনটনে বেশ কিছুদিন যাবত হতাশাগ্রস্ত ছিলেন। রাতে ঘুমাতে পারতেন না। এক সপ্তাহ যাবত তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। 

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান নন্দন কুমার দাস।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |