বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। বিয়ের পর নব-দম্পতিকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। এবার বরুণের ইনস্টাগ্রাম পোস্টে বেশ ঘনিষ্ঠভাবে ধরা দিলেন তারা। ছবিটি প্রকাশের পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।
তবে বরুণের সেই পোস্টে শুধু স্ত্রী নাতাশা নয়, মা লালি ধাওয়ান, ভাবী জাহ্নবী দেশাই এবং ভাতিজি নিয়ারা ধাওয়ানও ছিলেন। ভারতীয় নারীরা যে বিপুল ক্ষমতার অধিকারিণী, তা নিজের পরিবারের এই নারীদের দিয়েই বুঝাতে চেয়েছেন বরুণ।
নাতাশার সঙ্গে বরুণ যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, স্বামীর পিঠের ওপর শুয়ে আছে নাতাশা। দু’জনের গায়ে একই রকমের গোলগলা টি-শার্ট। ছবিতে বরুণের হাসি আর নাতাশার সজ্জল মুখভঙ্গীই বুঝিয়ে দিচ্ছে, পরস্পরের শরীরে কিভাবে মিশে যান তারা! সূত্র- নিউজ ১৮
এনএস