ছোট পোশাক পরায় অভিনেত্রীকে চড় (ভিডিও)
বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী গওহর খান হেনস্তা ও অপমানের শিকার হয়েছিলেন। ২০১৪ সালের একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিওতে নারীদের এমন অসম্মান মেনে নিতে রাজি নন নেটাগরিকরা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সেদিন ফিল্মসিটিতে একটি টেলিভিশন শোয়ের শুটিং চলছিল। আর সেই সেটে ছিলেন গওহর খানও। হঠাৎ এক যুবক দর্শক সারি থেকে মঞ্চে উঠে এসে চড় মারেন অভিনেত্রীর গালে।
দ্রুত নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। ২৪ বছরের যুবক মুহাম্মদ আকিল মালিককে নিয়ে যাওয়া হয় থানায়। সে সময় আকিলের যুক্তি ছিল, গওহর খানের পোশাক আপত্তিকর। তার ওপরে তিনি যেভাবে নাচছিলেন, সেটা নিয়েও অসুবিধা হয় বলে দাবি তার। যুবক এমনকি অভিনেত্রীর গায়েও হাত দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।
নিয়মিতভাবে বেশ কিছুদিন সেই শুটিং সেটে যাচ্ছিলেন আকিল মালিক। গওহর খানের ওপর নজর ছিল তার। তারপরেই সেই অভিনেত্রীকে শারীরিক হেনস্তা করেন তিনি।
ঘটনাটি বলিউডে হৈচৈ ফেলে দেয়। বলি নায়িকাদের অধিকাংশই সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।
আরও পড়ুন...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়েবিচ্ছেদের কথা জানালেন পুতুল
এম
মন্তব্য করুন