ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ছেলে দুটো বদলে, মেয়ে দুটো নিয়ে নেবো: শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ মে ২০২১ , ০৬:১১ পিএম


loading/img

দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। দুই ছেলে দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতিকে নিয়ে তাদের সুখের সংসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী প্রায়ই পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করেন। বেশির ভাগ পোস্টেই ছেলেদের সঙ্গে হাস্যোজ্জ্বল পোজে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

কিন্তু গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুটো মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শাহনাজ খুশি। ক্যাপশনে লিখেছেন- ‘ভাবছি, ছেলে দুটো বদলে, মেয়ে দুটো নিয়ে নেবো। কন্যাদের শিশির ভেজা মায়াবী, নরম মায়া থাকে, মায়াটুকু দুহাতে ধরবো.....।’

তার সেই পোস্টে একজন লিখেছেন, বদলাতে হবে কেন? এমনিতেই কদিন পর দুই ছেলে দুই মেয়ে নিয়ে আসবে। সেই মন্তব্যের আরেকজন যুক্ত করেন- মনে হয় এদের থেকে কেউ আসবে। অন্য একজন লিখেছেন- ছেলে দুটো আমায় দিয়ে দিন আপা। ওরা মামার বাড়ি আরামেই থাকবে। আয় ভাগ্নেরা মামাবাড়ি চলে আয়।

এদিকে একজন নেটাগরিক খুশির পোস্টে তার মেয়ের ছবি দিয়ে লিখেছেন- আমার এই দুষ্টু মেয়েটাকে বদলে নিয়ে আপনার একটা লক্ষী ছেলেকে দিয়ে দেন আপা। খুশি তার মন্তব্যে রিপ্লাই করে লাভ সাইন দিয়েছেন।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |