• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

চঞ্চলের জন্মদিনে যা বললেন শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ জুন ২০২৪, ০৮:৩৬
ছবি : সংগৃহীত

চঞ্চল চৌধুরী। মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমেই দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ। শুধু তাই নয়, নিজ কণ্ঠে গান তুলেও মুগ্ধ করেছেন শ্রোতাদের। আজ এই গুণীর জন্মদিন। এ দিনে অভিনেত্রী শাহনাজ খুশি তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। মানুষ যত ঋদ্ধ হয়, পরিসর-কর্মক্ষেত্র যত বড় হয়, তাকে সারপ্রাইজ দেওয়া তত কঠিন হয়। কি এক মুসিব্বত বল তো? তুই এখন দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে জায়গা করেছিস। নানান জায়গা থেকে দুদিন আগে থেকেই উইশ করতে থাকে! গোপন বলে আর কিছু রয় না। সবার আশীষে আয়ু বাড়ুক তোর, ভালোবাসায় ভরে উঠুক সব শুন্যতা।’

প্রসঙ্গত, কিছুদিন আগে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জী পরিচালিত পদাতিক সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমায়ও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ
জেদ করে অভিনয়ে এসে এখন দর্শকপ্রিয় অভিনেতা তিনি
মোমবাতি জ্বালানোর দিন আজ