ঢাকা

তালাকনামা পেয়েছি, কিন্তু স্বাক্ষর করবো না: নোবেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ১১:০৩ পিএম


loading/img
মাইনুল আহসান নোবেল

মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত, নারীর নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগে 'সারেগামাপা' খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তিনি। বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েছেন, বিষয়টি নিশ্চিত করে নোবেল গণমাধ্যমকে জানান, 'ওকে (সালসাবিল) ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি। সে এবার আমাকে তালাকনামা পাঠিয়েছে, আমি পেয়েছি। কিন্তু স্বাক্ষর করবো না। তিনমাস পর এটা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।’

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, 'আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি।'

বিজ্ঞাপন

এদিকে স্ত্রীর করা অভিযোগ নাকচ করে নোবেল বলেন, 'সে (সালসাবিল) মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি। এবার পুরোপুরি আলাদা হওয়ার পথে।

বিচ্ছেদ নিয়ে নতুন গান তৈরি করেছেন নোবেল। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান তিনি।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |