ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কারাগারে নোবেলের বিয়ে, দেনমোহর যত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে মামলা করা ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়েছে। 

এদিকে নোবেলের আইনজীবী জসীম উদ্দিন জানান, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয়। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, ইসরাত জাহান প্রিয়া নামের ওই নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন নোবেল। অবশেষে বৃহস্পতিবার (১৯ জুন) কারাফটকে তাকে বিয়ে করেন নোবেল।

তাদের বিয়ের সাক্ষী ছিলেন দুপক্ষের স্বজন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। বিয়ের দেনমোহরের অঙ্কটিও কম নয়। জানা গেছে, নোবেল-প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল ১০ লাখ টাকা।

নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার নামে ধর্ষণ মামলা করেন। পরে একই বছরের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। বনিবনা না হওয়ায় গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠিত খ্যাতিমান শিল্পীদের গান কাভার করে জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। ক্ষেত্রবিশেষে মূলশিল্পীর চেয়ে হৃদয়গ্রাহী করে গেয়েছেন কোনো কোনো গান। এমনকি তার কণ্ঠে মৌলিক গানগুলোও লুফে নিয়েছিলেন শ্রোতারা। ভারতের পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ তাকে এনে দেয় পরিচিতি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |