ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নিউইয়র্কে গাড়ি উঠে পড়লো মানুষের ভিড়ে, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ১০:৪৭ পিএম


loading/img

আমেরিকার নিউইয়র্কের ব্যস্ত এলাকা টাইমস স্কয়ারে গাড়ি চাপায় ১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

আহত এক পথচারী বার্তা সংস্থা রয়ার্টাসকে জানান, মেরুন রংয়ের হন্ডা একর্ড মডেলের গাড়িচালক ইচ্ছে করেই পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেন।

বিজ্ঞাপন

এসময় কয়েকজনকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহয়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অপর এক প্রতক্ষ্যদর্শী জানান, এটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা।

প্রতিদিনের মতো টুরিস্টরা অনেক বেশি ছিল।

বিজ্ঞাপন

গাড়িটি রাস্তার উল্টো পাশ দিয়ে এসে সোজা মানুষগুলোর মধ্যে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, টাইমস স্কয়ারের সামনে এ ঘটনাটি প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।

আটককৃত চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে এর আগেও একবার আটক হয়েছিল। ওই সময়ও তিনি নেশাগ্রস্ত ছিলেন।

পুলিশ আরো জানায়, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |