আমেরিকার নিউইয়র্কের ব্যস্ত এলাকা টাইমস স্কয়ারে গাড়ি চাপায় ১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
আহত এক পথচারী বার্তা সংস্থা রয়ার্টাসকে জানান, মেরুন রংয়ের হন্ডা একর্ড মডেলের গাড়িচালক ইচ্ছে করেই পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেন।
এসময় কয়েকজনকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহয়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপর এক প্রতক্ষ্যদর্শী জানান, এটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা।
প্রতিদিনের মতো টুরিস্টরা অনেক বেশি ছিল।
গাড়িটি রাস্তার উল্টো পাশ দিয়ে এসে সোজা মানুষগুলোর মধ্যে ঢুকে পড়ে।
পুলিশ জানায়, টাইমস স্কয়ারের সামনে এ ঘটনাটি প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।
আটককৃত চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে এর আগেও একবার আটক হয়েছিল। ওই সময়ও তিনি নেশাগ্রস্ত ছিলেন।
পুলিশ আরো জানায়, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওয়াই/সি