ঢাকা

একদল লোক ‘বাদাম বাদাম’ নিয়ে ব্যস্ত, এটা বিপজ্জনক : তুহিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ , ১১:২৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁ…চা বাদাম’ গানের কথাগুলো এখন মানুষের মুখে মুখে। গানটি গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাংলাদেশেও তার গানটির ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে। তবে এমন পরিস্থিতি সংগীতের জন্য বিপজ্জনক বলে জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা তানজির তুহিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ইদানীং একদল লোক ‘বাদাম বাদাম’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এটা সংগীতের জন্য বিপজ্জনক।”

২০১৭ সালের অক্টোবর মাসে ব্যান্ডদল ‘শিরোনামহীন’ থেকে অব্যাহতি নেন তানজির তুহিন। এরপর গঠন করেন ‘আভাস’ নামের ব্যান্ড। বর্তমানে দলটি পুরোদমে কনসার্ট শুরু করেছে। নতুন দল, নতুন গান নিয়ে অন্য রকম সময় কাটাচ্ছেন দলের ভোকাল তানজির তুহিন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে আভাসের বেশ কয়েকটি মৌলিক গান তৈরি হয়েছে। আরও ভালো কিছু গান তৈরির জন্য কাজ করে যাচ্ছেন তারা। এ প্রসঙ্গে তুহিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভালো কিছু কনটেন্ট তৈরির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বেশ কিছু ভালো গান তৈরি হয়েছে। শিগগিরই নতুন গান প্রকাশ করতে যাচ্ছি।’

এদিকে ভুবনের ‘কাঁচা বাদাম’-এর রেশ কাটতে না কাটতেই গানটির অনুকরণে তৈরি হয়েছে নতুন গান ‘ভাজা বাদাম।’ এই গানের স্রষ্টা আরেক বাদাম বিক্রেতা। তার নাম গুরুপদ সরকার। তিনি জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা। এই বাদাম বিক্রেতার কণ্ঠে শোনা যাচ্ছে- ‘আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম, একশো গ্রাম কুড়ি টাকা দাম, আসেন দাদারা-দিদিরা ভাজা বাদাম খান।’ তার গানটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ‘ভাজা বাদাম’ গানটি।

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |