নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ২১৯ ভোট ও মাসুম পারভেজ রুবেল ১৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে ১৫৬ ভোট পেয়ে হেরেছেন রিয়াজ ও ১১২ ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব।
ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
শনিবার (২৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নব-নির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ডিপজল লিখেছেন, 'শিল্পী সমিতির নব-নির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিল্পী সমিতির সকল সদস্যকে ধন্যবাদ মূল্যবান ভোট দিয়ে আমাকে সহ-সভাপতি নির্বাচিত করায়।'
একনজরে বিজয়ীরা
সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহসভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)
সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৭৬)
সহসাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)
কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।
এনএস