ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভায়োলেন্সকে পাশ কেটে উৎসবের আমেজে হাজির সজল-ফারিয়া

আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০৮:৪২ পিএম


loading/img
ছবি: কোলাজ

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানের পোস্টার ও টিজার।

বিজ্ঞাপন

পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল— এমন মিষ্টি কথায় ‘কন্যা’ শিরোনামে একটি গান আসতে চলেছে। ইতিমধ্যে গানটির প্রমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে রঙের আধিক্য। দৃশ্যায়নে উৎসবের ছাপ যেন জাঁকজমক করে তুলেছে চারপাশ।

1742029983002

বিজ্ঞাপন

রঙিন হয়ে পর্দায় দেখা দিয়েছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। দুজনের পোশাকেও রঙের ছড়াছড়ি। সজলের পরনে সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না, অন্যদিকে ফারিয়া তার অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। ৩০ সেকেন্ডের টিজারে নেচে গেয়ে মন ছুঁয়েছেন সজল-ফারিয়া।

গানের টিজার দেখেই দর্শকেরা বলছেন, এবার ঈদে কন্যা গানটি উৎসবের আমেজ তৈরি করবে। 

Capture

বিজ্ঞাপন

আব্দুন নূর সজল বলেন, এই ছবির ‘কন্যা’ গানটি আমার ভীষণ প্রিয়। এত সুন্দর কথা, সুর, গায়কী সব কিছু। অন্য রকম একটা আমেজ আছে এর মধ্যে।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানে। 

ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি। ‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |