ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হিজাব বিতর্কে মুখ খুললেন জাভেদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ , ১২:২৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে ক্লাসে নিষিদ্ধ হওয়া ছাত্রীদের নিয়ে এখন উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। এ নিয়মের বিরুদ্ধে এখন একে একে সবাই মুখ খুলছেন। কেউ হিজাব পরুক কিংবা না পরুক সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।

বিজ্ঞাপন

সম্প্রতি এক টুইট বার্তায় তিনি লেখেন, কখনই আমি হিজাব বা বোরকা পরা সমর্থন করিনি, এখনও করি না। তবে তথাকথিত গুন্ডারা একটি মেয়েকে হিজাব পরার জন্য ভয় দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হলো, তাদের জন্য আমার পক্ষ থেকে ধিক্কার। এতে তারা কি বোঝাতে চাইলো বুঝিনি আমি। এটাই কী তাদের কাছে পুরুষত্বের ধারণা?

প্রসঙ্গত, কর্ণাটকজুড়ে চলা উত্তেজনার মধ্যে বোরকা-হিজাব পরে কলেজ ক্যাম্পাসে এসে হয়রানির শিকার হয়েছেন মুসকান খান নামে এক ছাত্রী। তবে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবকের ‘জয় শ্রীরাম’ স্লোগানের সামনে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে অবিচল থেকেছেন ওই ছাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওটিতে দেখা গেছে, হিজাব পরে মুসকান যখন তার স্কুটি পার্কিং করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন বেশ কিছু মানুষ তাকে অনুসরণ করছে।

এতে আরও দেখা যায়, গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম’ শ্লোগানে মুসকানের দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে। মুসকানও তখন ভিড়ের দিকে ফিরে হাত তুলে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে থাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |