• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সন্দীপ রেড্ডিকে বিকৃত মস্তিষ্কের নির্মাতা বললেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৯
ছবি: সংগৃহীত

ভারতরে জনপ্রিয় দুই তারকা জাভেদ আখতার ও সন্দীপ রেড্ডি। একজন নির্মাতা, অন্যজন গীতিকার ও চিত্রনাট্যকার। দুজনেরই শক্ত অবস্থান রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। কিন্তু হঠাৎ সন্দীপকে বিকৃত মস্তিষ্কের নির্মাতা বললেন জাভেদ আখতার।

মূলত ‘অ্যানিমেল’ সিনেমা নির্মাণের জন্য তাকে বিকৃত মস্তিষ্কের বলে কটাক্ষ করেছেন জাভেদ। শুধু তাকেই নয়, যারা ‘অ্যানিমেল’র মতো সিনেমা বানান তাদের সবাইকেই বিকৃত মস্তিষ্কের মানুষ বলেছেন তিনি।

মুক্তির পর বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। কিন্তু শুরু থেকেই সিনেমার গায়ে লেগেছে ‘নারীবিদ্বেষী’ তকমা। এতে কখনও রক্তের বন্যা, কখনও প্রেয়সীকে যন্ত্রণা দিয়ে প্রেমের উদযাপন তুলে ধরা হয়েছে। ফলে নেটিজেনদের রোষানলের মুখে পড়েছিলেন সন্দীপ রেড্ডি।

সেসময় ‘অ্যানিমেল’র সমালোচনা করেছিলেন জাভেদ। ফের একবার এই গীতিকারের নিন্দার মুখে পড়লো সিনেমাটি। এবার ক্ষোভ প্রকাশ করে জাভেদ বলেন, যখন সমাজ এগিয়ে যাচ্ছে, মানুষের চিন্তাভাবনার অগ্রগতি হচ্ছে, তখন ‘অ্যানিমেল’র মতো সিনেমাও নির্মিত হচ্ছে। সেই সিনেমা দেখতে ভিড় করে মানুষও।

তিনি আরও বলেন, ১৫ জন মিলে এমন সিনেমা বানাচ্ছেন, যেখানে কোনো মূল্যবোধ নেই। ১০-১২ জন মিলে গানের জন্য অশ্লীল দৃশ্য তৈরি করছেন। ১৪০ কোটি মানুষের মধ্যে ১৫ জন বিকৃত মস্তিষ্কের মানুষও থাকতে পারে। এগুলো একটাও সমস্যা নয়। এতে কিছু যায় আসে না। কিন্তু বাজারে এমন সিনেমা যখন সফল হয়, তখন সেটা চিন্তার কারণ।

এর আগে ‘অ্যানিমেল’র নাম উল্লেখ না করে সিনেমাটির সমালোচনা করে জাভেদ বলেছিলেন, কী ধরনের চরিত্র তৈরি করলে সমাজ তার প্রশংসা করবে, সেটা বোঝা নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সব থেকে বড় বিষয়। কোনো সিনেমায় একজন পুরুষ চরিত্র একজন নারীকে যদি তার জুতো চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারে, তারপর সেই সিনেমা যদি সুপারহিট হয়, তাহলে সেটা বিপজ্জনক বিষয়।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে ‘অ্যানিমেল টু’, আগাম যে হুঁশিয়ারি দিলেন সন্দীপ রেড্ডি