ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পদ ছাড়তে চান রুবেল, নিতে আগ্রহী নন রিয়াজ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:১১ পিএম


loading/img

চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আলোচনা থামছেই না। একের পর এক নতুন ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে। এরইমধ্যে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী নায়িকা রোজিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবার সেই পথে হাঁটতে চলেছেন নবনির্বাচিত সহসভাপতি নায়ক রুবেল।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। ওমরাহ করতে যাব। এ ছাড়া দেশব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। সমিতিকে সময় দেওয়া আমার জন্য কঠিন হবে। কাজ করতে না পারলে পদ আটকে রাখা ঠিক হবে না। আমি আমার পদটি ছেড়ে দিতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, ‘আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। সে আমার ছোট ভাই। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। সে প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিল। রিয়াজ যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে।’

এদিকে রুবেলের এমন মন্তব্যে রিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রুবেল ভাই একজন গুণী মানুষ, আমার পরম শ্রদ্ধেয় মানুষ। শিল্পীরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি চাই, তিনিই দায়িত্বে থাকুক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটা রুবেল ভাইয়ের চাওয়া, তার চাওয়াকে সম্মান জানাচ্ছি। তবে আমি কারও ছেড়ে দেওয়া পদে আগ্রহী নই। শিল্পীদের জন্য কাজ করতে পদের দরকার নেই। আমি আগেও শিল্পীদের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব।’

রুবেলকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে রিয়াজ বলেন, ‘রুবেল ভাই দীর্ঘদিন ধরে শিল্পী সমিতিতে দায়িত্ব পালন করেছেন। শিল্পীদের প্রতি তার দায়িত্ববোধ আছে। আমি তাকে অনুরোধ করব, তিনি যেন পদত্যাগ না করেন।’

প্রসঙ্গত, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে এখন আইনি লড়াই চলছে। গত ৯ ফেব্রুয়ারি আদালত এ পদে স্থিতাবস্থা জারি করেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত জায়েদ ও নিপুণ কেউই এ পদে দায়িত্ব পালন করতে পারবে না। আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর সিদ্ধান্ত আসবে, কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |