ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জেলেই থাকছেন সাংসদ রানা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭ , ১১:১৯ এএম


loading/img

মুক্তি পাচ্ছেন না টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জেলেই থাকতে হচ্ছে তাকে। হাইকোর্টের দেয়া জামিন ফের চার মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রানার জামিনের স্থগিতাদেশ বহাল রাখেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গেলো ৮ মে এমপির রানার জামিন ৪ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেয়া হয়। পরে ওই আদেশের সংশোধন চেয়ে আপিল করেন আলোচিত এই সাংসদ।

বিজ্ঞাপন

গেলো ১৩ এপ্রিল সাংসদ রানাকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে রুলও জারি করেন আদালত।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

এর আগে গেলো ৩০ মার্চ এমপি রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে আবারও হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় রানা গেলো বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |