ঢাকা

দেনমোহরের টাকা আদায়ে হুঁশিয়ারি দিলেন সুবাহ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ মার্চ ২০২২ , ০৯:০৭ পিএম


loading/img

গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের এক মাস না পেরোতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস। তাদের দাম্পত্য কলহ এখন চরম আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সুবাহ। সেখানে তিনি তার দেনমোহরের টাকার বিষয়ে কথা বলেন। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, দেনমোহরের টাকা তিনি আদায় করেই ছাড়বেন।

সুবাহ বলেন, 'হালাল ভাবে বিয়ে করেছি। সে (ইলিয়াস) বিয়েতে নাচানাচি করে, হাসিখুশি ভাবে এতকিছু নিয়েও বলে আমি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। তাকে এতকিছু দিয়েও আমি তার মন পেলাম না, তার সঙ্গে ঘর হলো না। তার সঙ্গে এত নাটক হয়ে গেল। এত বেঈমানি করল। এত লস করার পর এখন আমি যদি দেনমোহরের টাকাটাও ছেড়ে দেই, তাহলে তো আমি শুধু লসের খাতায় পড়বো।'

বিজ্ঞাপন

দেনমোহরের টাকা আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, 'দেনমোহর আমার অধিকার, এটা ছাড়বো কেন? মামলা দিয়েছি, সেটা আলাদা বিষয়, দেনমোহর আলাদা বিষয়। ওই মামলা চলুক। সেটার শাস্তি সে পাবে। দেনমোহর আমি পাই, এটা আমাকে দিয়ে দিবে। এটা নিয়ে এত নাটকের কিছু নেই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য আমার যতটুকু দৌড়ানো লাগে আমি দৌড়াবো।'

এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবাহ। সেখানে কারও নাম উল্লেখ না করলেও নায়িকা যে তার স্বামী ইলিয়াসকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন সেটি স্পষ্ট। সেখানেও দেনমোহরের প্রসঙ্গে টেনেছেন তিনি।

বিজ্ঞাপন

সুবাহ লিখেছেন, 'শুধু হালি হালি বিয়ে করা শিখেছ, ফেসবুকে নেতাদের সঙ্গে সেলফি তুলে শো-অফ আর ধান্দা করা শিখেছ! দেনমোহর শোধ করা শেখো নাই? বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই... আফসোস!'

তিনি আরও লিখেছেন, 'এটা তোমার ব্যর্থতা না, তোমার বাপ-মায়ের ব্যর্থতা। তাদের ছেলেকে মেয়েদের জীবন নষ্ট করতে শিখিয়েছে, দায়িত্ব নিতে শেখায়নি। সমস্যা নেই তোমাকে সময়ই ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দেবে, যেন পরবর্তী সময় কাউকে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে করতে পারো।'

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |