ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বিমানবন্দরে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১০ এপ্রিল ২০২২ , ০১:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউডের একসময়ের আলোচিত নায়িকা আয়েশা টাকিয়া। সম্প্রতি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন তিনি। ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়া এই অভিনেত্রী পরিবারসহ মুম্বাইয়ে রওনা দিতে গোয়া বিমানবন্দরে যান।

বিজ্ঞাপন

আরে সেই বিমানবন্দরে আয়েশাকে জোর করে লাইন থেকে বের করে দেওয়া হয়। এই অভিযোগটি গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে তুলেন। আয়েশার স্বামী ফারহান আজমি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ছবি পোস্ট করে ফারহান ক্যাপশনে লেখেন, ‘বিমানবন্দরে থাকা দুজন নিরাপত্তাকর্মী আমাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। এমনকি সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল।’

বিজ্ঞাপন

বিমানবন্দরে থাকা অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে ছবি দিয়ে টুইট করায় বেশ সাড়া পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে।

সেখানে ফারহান আরও অভিযোগ করেন, পুরুষ পুলিশ অফিসার হয়ে কিভাবে আয়েশাকে গায়ে হাত দিয়ে জোরপূর্বক আমাদের থেকে আলাদা করে। এটা কোন আইনের মধ্যে পড়ে। এমনকি উচ্চস্বরে বিমানবন্দরে তার নাম ঘোষণা করেও তাকে অপমান করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে গোয়া বিমানবন্দর পুলিশের এমন কর্মকাণ্ডের সরব হতে থাকে নেটিজেনরা। এর প্রতিক্রিয়ায় পরে ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয়, ‘গোয়া বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময়ে আপনার (ফারহান) এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিষয়টি নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |