ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

এসব বললে সৃষ্টিকর্তা নারাজ হন : মৌসুমী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ , ০৫:৩৭ পিএম


loading/img

ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি। আজ (৩ নভেম্বর) এই খ্যাতিমান অভিনেত্রীর জন্মদিন। ১৯৭৩ সালের এ দিনেই পৃথিবীতে যাত্রা শুরু করেন মৌসুমী।

বিজ্ঞাপন

জন্মদিনে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শনী বলেন, একজন ‘মৌসুমী’ হয়ে মানুষের মনে জায়গা করতে পেরেছি, সবাই আমাকে ভালোবাসেন, এটা বিশাল অর্জন। আমি যা চেয়েছি, তা-ই পেয়েছি। তবে জীবনে যেমন সফলতা আছে, তেমনি ব্যর্থতাও আছে। সেসব ব্যর্থতার কথা বলতে চাই না। আমি মনে করি, এসব বললে সৃষ্টিকর্তা নারাজ হন। আমার বিশ্বাস, যা পাইনি, তা আমার জন্য ছিল না।

জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে স্ত্রীর বিশেষ দিনটি উদযাপন করেছেন নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। কেক কাটার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা একটি কেক, চারপাশে গাদা-গোলাপ ফুলের পাপড়ি ছেটানো। কেকের একপাশে একটি ফুলের তোড়া, অন্যপাশে বেলুন রাখা; যার গায়ে লেখা, হ্যাপি বার্থডে প্রিয়দর্শনী। টেবিলের সামনে বসে আছেন মৌসুমী, তার পাশেই দাঁড়িয়ে ওমর সানী। দুজন একসঙ্গে কেক কাটছেন। আর ক্যামেরার ওপাশ থেকে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সন্তানরা।

এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী। আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ। সবাই দোয়া করবেন ওর (মৌসুমী) জন্য। শুভ জন্মদিন মৌসুমী।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |