ক্যারিয়ারের সাফল্যের মধ্যগগনে অবস্থান করেছেন যশ দাশগুপ্ত। একের পর এক সিনেমায় ভরপুর তার ঝুলি। বর্তমানে মায়ানগরীতে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। শোনা যাচ্ছে এবার বলিউডের প্রথম সারির আরেক প্রযোজনা সংস্থায় নাম লেখাচ্ছেন যশ।
কখনও মুম্বাই, কখনও কলকাতায়। এই দুই শহরেই এখন অবাধ বিচরণ রয়েছে তার। বর্তমানে ‘টি সিরিজ’-এর নতুন ছবি ‘ইয়ারিয়া ২’র শুটিং চলছে যশের। জানা গেছে, ‘টি সিরিজ’-এর পর এবার ‘যশরাজ ফিল্মস’-এর সঙ্গে আলাপ চলছে এই অভিনেতার। তবে এ ব্যাপারে যশের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
একটি সুত্রে জানা গেছে, মুম্বাইতে যশের অভিনয়েও নাকি সবাই বেশ খুশি। কলকাতায় যশের অবস্থান বেশ শক্ত।
কলকাতার পর এবার মুম্বইতে নিজের অবস্থান শক্ত করার চেষ্টায় রয়েছে এই অভিনেতা।
উল্লেখ্য, বর্তমানে কলকাতায় যশ অভিনীত ছবি ‘তোকে ছাড়া বাঁচব না’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও ‘এসকে মুভিজ’ প্রযোজিত অন্য একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও সময়ের কারণে সম্ভবত সরে দাঁড়িয়েছেন তিনি।