ঢাকা

স্বামীকে নিয়ে আদালতে পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ , ১১:০১ এএম


loading/img
পরীমনি 

রাজধানীর বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন আলোচিত-সমালোচিত জনপ্রিয় নায়িকা পরীমণি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের বেঞ্চে সাক্ষ্য দেবেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত এ অভিনেত্রী। 

১৮ মে (বুধবার) এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এ দিন মামলার বাদী পরীমণি গুরতর অসুস্থ হয়ে পড়ায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে পারেননি তিনি। 

বিজ্ঞাপন

পরে সাক্ষ্য গ্রহণ পেছানোর সময় চেয়ে রাষ্ট্রপক্ষের কাছে জন্য আবেদন করলে সেই আবেদন মঞ্জুর করে ২৯ নভেম্বর দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে আদালতে প্রাঙ্গণে পৌঁছেছেন পরীমণি।  

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন রাতে নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমি। ওই ঘটনায় নাসির এবং অমিসহ অজ্ঞাত চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন এ অভিনেত্রী। পরে পুলিশ বিষয়টি নিয়ে ব্যাপক তৎপর হন এবং ২০২১ সালের ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |