ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বিবাহবার্ষিকীতে একে অপরকে যে উপহার দিলেন ভিকি-ক্যাটরিনা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ , ০৩:৫২ পিএম


loading/img
ভিকি-ক্যাট

বলিউডের জনপ্রিয় তারকা দম্পত্তি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৯ ডিসেম্বর) এ দম্পত্তির প্রথম বিবাহবার্ষিকী। আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি-ক্যাট। 

বিজ্ঞাপন

দেখতে দেখতে বিয়ের এক বছর পেরিয়ে গেছে তাদের। তাই দিনটি অনেক স্পেশাল। আর দিনটিকে আরও স্মরণীয় এবং রোমাঞ্চকর করতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন এই দম্পত্তি। ইতোমধ্যে সামাজকি যোগাযোগমাধ্যমে সেখানের কিছু ছবিও পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে দেখা গেছে, স্ত্রীর স্পেশাল মোমেন্টগুলো ক্যামেরায় বন্দি করছেন ভিকি। 

তবে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি ও ক্যাটরিনা তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে তাদের ভক্ত-অনুরাগীদের মনে। 

বিজ্ঞাপন

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ভিকি প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে দামি গয়না উপহার দিয়েছেন। অপরদিকে স্বামী ভিকিকে একটি বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন ক্যাট।  

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মনোযোগ দিয়েই সংসার করছেন ভিকি-ক্যাট দম্পত্তি। তাদের আজকের এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগীদের থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পত্তিকে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |