ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ছোটবেলার ছবিতে ভাইরাল মেহজাবীন, নেটদুনিয়া উত্তাল!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ , ০৮:২৮ পিএম


loading/img

দেশীয় টেলিভিশনের জনপ্রিয়তার তুঙ্গে থাকা তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

মেহজাবীন কাজের বাইরে প্রায় সময়ই দেশ কিংবা দেশের বাইরে ঘুরতে ভালোবাসেন। সম্প্রতি ঘুরেও এসেছেন বেশ কয়েকটি দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ভালো ও মন্দ লাগা সব সময়ই শেয়ার করেন এই অভিনেত্রী। সোমবার (২৬ ডিসেম্বর) তেমনই একটি ছবি পোস্ট করেন তিনি। যেটি বেশ কয়েক বছরের পুরোনোর সঙ্গে বর্তমান সময়ের ছবি কোলাজ করা। এরই মধ্যে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ছবিটি শেয়ার করে মেহজাবিন জানান, এটি তার শৈশবের ছবি। ওই সময় তিনি চতুর্থ শ্রেণিতে পড়তেন।

ছবিটির ক্যাপশনে এই অভিনেত্রী আরও যোগ করে লেখেন, আমার শৈশবের চুল কাটা, লেডি ডায়ানা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

মেহজাবিনের এই দুষ্টু-মিষ্টি পোস্ট ও তার ছবিটি অনুরাগীদের নজর কেড়েছে। অবশ্য এর আগেও নিজের ছোটবেলার ছবি শেয়ার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন তিনি। তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবীন। আবার কেউ কেউ মনে করেন, নাটকেই তিনি মানানসই। তবে সংশয়ের অবসান ঘটিয়ে মেহজাবীন কখনও সিনেমায় পা রাখবেন কি না, সেটা সময়ই বলে দেবে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |