ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাব্বানীর কথায় প্রথমবার ফোক গানে ন্যান্সি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ মার্চ ২০২৩ , ১২:২৫ পিএম


loading/img

প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। সম্প্রতি ‌‌‘হাঁসফাঁস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন।

বিজ্ঞাপন

গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু।

গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। শিগগিরই এটি রিলিজ করা হবে।

বিজ্ঞাপন

ন্যান্সি বলেন, ‌‘শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রোতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’

গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’ 

সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহর গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।’

বিজ্ঞাপন
Advertisement

মুরাদ নুর বলেন, ‘সুরের ক্ষেত্রে আমি আদি ফোকের টাচ রেখেছি। ফোক এবং ক্লাসিক একটা ফ্লেভার পাওয়া যাবে গানটিতে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |