এ প্রজন্মের সংগীতশিল্পী মঈনুল আহসান নোবেল। গানের চেয়ে নানান বিতর্কেই শিরোনামে থাকেন এই গায়ক। বিশেষ করে তার ব্যক্তিজীবনের কারণেই বেশি আলোচনা-সমালোচনার সম্মুখীন হন নোবেল।
ভারতীয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর মাধ্যমেই দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পান নোবেল। বর্তমানে বিতর্কিত গায়ক হিসেবেই বেশি পরিচিত নোবেল।
তবে সম্প্রতি ‘সারেগামাপা’র খ্যাতি চাই না, এটা ধার করা জনপ্রিয়তা বলে মন্তব্য করেছেন এই গায়ক।
নোবেল বলেন, মিডিয়া জগৎ আসলে একাকীত্বের জায়গা। কিন্তু সাধারণ মানুষ সেটা বোঝেন না। ‘সারেগামাপা’-এর খ্যাতিও আর চাই না। তাই এটা ভুলে থাকতে চাই আমি।
তিনি আরও বলেন, ওই রিয়্যালিটি শোয়ের খ্যাতি খানিকটা ধার করা বলে মনে হয় আমার কাছে। ওখান থেকে পরিচিতি পেলেও, এখন সেই পরিচিতি আমি ভুলে যেতে চাই। কারণ, এটা ধার করা জনপ্রিয়তা।
প্রসঙ্গত, বর্তমানে অ্যালবামের কাজে মনোযোগ দিতে চান নোবেল। এ ছাড়া নিয়মিত স্টেজ শো করছেন তিনি। এমনকি নিজের পারিশ্রমিকও নাকি কমিয়েছেন নোবেল। তবে অ্যালবাম তৈরির জন্য বেশ খানিকটা অর্থের প্রয়োজন বিতর্কিত এই গায়কের।