• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত প্রমা

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৯:০৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী প্রমা জামান মীম। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আধুনিক ও লোকগানে তালিকাভুক্ত একজন শিল্পী। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও তার দিন-রাত কাটে গান নিয়েই। নিয়মিত টিভি শো, নাটক ও বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে আসছেন তিনি। সম্প্রতি এই সঙ্গীতশিল্পীর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। ‘মেঘের চাদর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা।

ক্যারিয়ারে প্রথম এই প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত প্রমা। তিনি বলেন, ছোটবেলা থেকেই স্কুল কলেজে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু এমন বড় আয়োজন যেখানে দেশের বড় বড় অনেক শিল্পী বিভিন্ন মাধ্যমের তারা পুরস্কৃত হয়েছেন সেই তালিকায় আমিও আছি, ভাবতেই আসলে ভালো লাগছে। এটি আমার আমার শিল্পী হিসেবে প্রথম অ্যাওয়ার্ড প্রাপ্তি। পুরস্কার পেতে সবারই খুব ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগছে এবং আমি ভীষণ সম্মানিত বোধ করছি।

গানের সঙ্গে পথচলা নিয়ে প্রমা বলেন, আসলে একদম ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশন এ সাপ্তাহিক প্রোগ্রাম হলদে পাখির পালক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু। গান শেখার শুরু ৪ বছর বয়স থেকে। আমি নিয়মিত টেলিভিশনে প্রোগ্রাম করছি। প্রায় প্রতিটি টেলিভিশনেই আমার প্রোগ্রাম যাচ্ছে।

নাটক ও বিজ্ঞাপনে গানের পাশাপাশি নিজের কিছু মৌলিক গান নিয়েও কাজ করছেন উল্লেখ করে প্রমা বলেন, উপমহাদেশের বিখ্যাত লতা জি ও আমাদের দেশের রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন ম্যামকেও আমি অনুসরণ করি। টিভি প্রোগ্রাম করার পাশাপাশি কিছু মৌলিক গান নিয়েও কাজ করছি, যেগুলোর কাজ খুব দ্রুতই শেষ হবে।

প্রসঙ্গত, ২০২৩-এর মাঝামাঝি থেকে ২০২৪-এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

‘তুফান’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। একই ছবির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গেয়ে সেরা প্লেব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে পুরস্কার নিজের ঘরে নিয়েছেন দিলশাদ নাহার কনা। এ ছাড়া চলচ্চিত্র শাখায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নিরব হোসেন, ক্যাসিনো সিনেমার জন্য।

‘লিপস্টিক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার গেছে ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরীর হাতে। ‘কাজলরেখা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলাও।

অডিও গানে সেরা শিল্পীর পুরস্কার নিজের করে নিয়েছেন বাঁধন সরকার পূজা। তিনি পুরস্কারটি পেয়েছেন ইমরান মাহমুদুলের সঙ্গে যৌথভাবে গাওয়া ‘চোখে চোখে’ গানের জন্য।

সেরা নৃত্যপরিচালকের পুরস্কার পেয়েছেন দেশের স্বনামধন্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

‘মহানগর ২’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিকা আমিন। আর ‘গুটি’ ওয়েব সিরিজে ব্রেকথ্রু পারফরমেন্সের জন্য স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন মৌসুমী হামিদ।
খণ্ড নাটকে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন দুজন। তানিয়া বৃষ্টি পুরস্কার জিতেছেন নাটক ‘চোখটা আমাকে দাও’-এর জন্য, আর তানহা তাসনিয়া পেয়েছেন ‘বাড়ি গাড়ি নারী’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপসের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী ঐশী
বর্ণালীর ‘সেই মানুষটা তুমি’
সংগীতশিল্পী সালমার ‘এক দফা এক দাবি’
ফেনীতে থাকা ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না সঙ্গীতশিল্পী পুতুল