ঢাকা

শাকিবের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন অপু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৪ মে ২০২৩ , ০৫:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান-অপু বিশ্বাস। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তারা। কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কারণে ভেঙে যায় সেই জুটি।

বিজ্ঞাপন

বিবাহবিচ্ছেদের পর শাকিব-অপু আর একসঙ্গে চলচ্চিত্রে কাজ করবেন না বলে জানান তারা। তবে ফের তারা জুটি হয়ে চলচ্চিত্রে কাজ করবেন কি না, সে প্রসঙ্গে মুখ খুলেছেন অপু।      

সম্প্রতি এ ব্যাপারে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না। আমাদের জুটিকে সবসময় মানুষ পজিটিভলি দেখেন।    

বিজ্ঞাপন

অপু আরও বলেন, কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শুধু নায়ক-নায়িকা প্রধান বিষয় নয়।  প্রযোজক, পরিচালকসহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে অবশ্যই আমি বা শাকিব দুজনেই কাজ করব। 

চিত্রনায়িকা বলেন,  শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে। যেমন উত্তম কুমার,  রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। 

অপু বলেন, তাই শাকিবের বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার। কারণ, উনি যে মানের এবং যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ হয় শাকিব-অপুর। এরপর আর পর্দায় এক সঙ্গে দেখা যায়নি এই জুটিকে।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |