ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে এই নায়িকার।
নতুন কোনো ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় না অনেক দিন। তবে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ও শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ততা তার।
অন্যদিকে অভিনেতা মামনুন হাসান ইমন, ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে হলেও পরে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে ছবিতে নাম লেখান। বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা যায়। শুধু তাই নয়, তিনি রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক। এসবের পাশাপাশি বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়েও ব্যস্ততা রয়েছে তার।
এবার এই দুই তারকার হাত ধরে যাত্রা শুরু করলো ‘আর্কটিক হান্টার বাংলাদেশ’ অফিসিয়াল স্টোর। যেখানে এখানে নারী, পুরুষ ও বাচ্চাদের সকল আইটেম লেডিস ব্যাকপ্যাক পাওয়া যাচ্ছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নায়ক ইমন ও নায়িকা অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ‘আর্কটিক হান্টার বাংলাদেশ’ এর কর্ণধার সুইম।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তিনি জানান, অপু বিশ্বাস ও ইমন দুজন গুণী মানুষ আমাদের যাত্রার শুরুতে পাশে পেলাম আমরা আনন্দিত। আশা করি আমারা ক্রেতাদের মনজয় করতে পারবো ভালো সার্ভিসের মাধ্যমে। এখানে সব বয়সের মানুষের জন্য এবং টেলিভিশন মিডিয়ার ব্যাবহারিত সকল ব্যাকপ্যাক পাবেন।
আরটিভি/এএ/এস