বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত ফের খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্ত তার এক অনুরাগীকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, সঞ্জয় বের হচ্ছিলেন মুম্বাই বিমানবন্দর থেকে। সেই ব্যক্তি তখনই অভিনেতার সঙ্গে সেলফি তুলতে ছুটে আসেন। তার হাতে ছিল স্মার্টফোন। ইচ্ছে তো পূরণ হলোই না, উল্টো সঞ্জয় ধাক্কা মেরে সরিয়ে দিলেন তাকে।
এমন প্রত্যাখ্যানে অবাক হয়ে যান সেই অনুরাগী, হতাশও হয়ে পড়েন। সামনাসামনি ছিলেন যারা বিস্ময়ে তারাও হতবাক হয়ে যান সঞ্জয়ের এমন রূঢ় ব্যবহারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়তেই সঞ্জয়কে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
একজন লিখেছেন, ‘বাবা! এত দেমাক বলিউডের লোকেদের!’ সেই ব্যক্তির সমর্থনে যেমন কেউ কেউ কথা বলেছেন, আবার একজন লিখেছেন, ‘তা হলে কি শোয়ার ঘরে ঢুকে গিয়েও ছবি তুলবে?’
সঞ্জয়ের মা তথা প্রয়াত অভিনেত্রী নার্গিসের ৯৪তম জন্মদিনে তার একটি না-দেখা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সঞ্জয়। লিখেছিলেন, ‘আমার ধ্রুবতারা, শুভ জন্মদিন। যেখানেই থাকো, আজীবন ভালোবাসব তোমায়।’ সঞ্জয়ের বোন প্রিয়াও মায়ের স্মৃতি ফিরে দেখেছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন