অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা আল পাচিনোর ৮৩ বছরে বাবা হওয়ার খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অভিনেতার ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। আর এই অনাগত সন্তানের বাবা আল পাচিনো।
তবে শুরুতে বান্ধবীর প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে আসতেই সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই অভিনেতা। চতুর্থ সন্তানের বাবা হওয়ার খবর নিজে জানালেও আদৌ সন্তানটি তার কি না সে নিয়ে সংশয় ছিল পাচিনোর। তাই ডিএনএ টেস্ট করান পাচিনো।
কারণ, প্রথমে তার মনে হয় আর কখনও বাবা হতে পারবেন না তিনি। রিপোর্ট অনুযায়ী, কিছু শারীরিক সমস্যা রয়েছে পাচিনোর। যে কারণে তার বান্ধবীর অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আর কিছু সপ্তাহের মধ্যেই সন্তানের জন্ম দিতে চলেছেন তার বান্ধবী।
তাই প্রথমে এই খবর পেয়ে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন পাচিনো। রীতিমতো তিনিই এই সন্তানের বাবা কি না? প্রশ্ন তুলেছিলেন অভিনেতা।
তবে পরবর্তীকালে ডিএনএ রিপোর্টে দেখা যায়, পাচিনোই এই সন্তানের বাবা।
জানা গেছে, ২০২২ সালের এপ্রিল থেকে ২৯ বছর বয়সী নূর আলফাল্লাহ পাচিনো। তাদের সম্পর্কের এক বছর না পেরোতেই জানা যায় সুখবর। যদিও দু’জনের বয়সের পার্থক্য ৫৪ বছরের হওয়ায়, সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন পাচিনো।
খুব শিগগিরই সন্তানের মুখ দেখতে চলেছেন এই জুটি। পাচিনোর বান্ধবী নূর আলফাল্লাহ পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।
সূত্র : টিএমজেড