দুবার বিয়ের পিঁড়িতে বসেও দাম্পত্যজীবনে সুখী হতে পারেননি মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী শরিফাহ সাকিনাহ। বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তাই আর বিয়ে নয়, একাই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
শরিফাহ সাকিনাহ বলেন, ‘বিয়ে ও বিচ্ছেদ— বিষয়টি আমার কাছে সহজ নয়। আপাতত সংসার থেকে বিরতি নিয়েছি। পেশাগত জীবন ও নিজের উন্নয়নে মন দিতে চাই।’
২০১৫ সালের ২৮ মার্চ মালয়েশিয়ার ব্যবসায়ী আলিফ জামিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিনাহ। তাদের সেই সংসার টিকেছিল পাঁচ বছর। ২০২০ সালের মে মাসে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ঘরে ছয় বছরের এক কন্যাসন্তান রয়েছে।
প্রথম সংসার ভাঙনের পর ২০২১ সালে সুইডেনের নাগরিক মিশেল হানসেনকে বিয়ে করেন সাকিনাহ। সেই সংসারও বেশিদিন টেকেনি। বছরখানেকের ব্যবধানে সম্পর্কের ইতি টানেন তারা।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস