ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় এবার সিনেমায়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ জুলাই ২০২৩ , ০৫:০৫ পিএম


loading/img
রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। দুই মাসের বেশি সময় রাজকে জেলে থাকতে হয়েছে। শিল্পার স্বামীর জীবনের সেই অন্ধকারময় দিনগুলো নিয়ে এবার সিনেমা তৈরি হতে চলেছে। এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন রাজ কুন্দ্রা নিজে।

বিজ্ঞাপন

২০২১ সালের ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ শিল্পপতি রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছিল। দুই মাসের বেশি সময় তিনি আর্থার রোড জেলে বন্দি ছিলেন। রাজের পর্নোগ্রাফি মামলার দুই বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে এই মামলা নিয়ে ছবি নির্মাণের খবর বিটাউনে ছড়িয়ে পড়েছে।

পিংকভিলার এক রিপোর্ট অনুযায়ী, রাজের কারাবাস নিয়ে একটি ছবি তৈরি হতে চলেছে। এই ছবিতে আর্থার রোড জেলে বন্দিদশায় তার অভিজ্ঞতার কথা আর এই মামলা ঘিরে সবকিছু দেখানো হবে। রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় নিয়ে ছবিটি বড় পর্দার জন্য নির্মাণ করা হবে বলে শোনা গেছে। রাজ কুন্দ্রা ছবির মূল চরিত্রে নিজেই অভিনয় করবেন বলে বেশ কয়েকটি সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

এমনকি এই ছবির প্রযোজনা থেকে চিত্রনাট্যে তিনি অংশগ্রহণ করবেন। ছবির নাম কী হবে, আর কে পরিচালনা করবেন, এ বিষয়ে এখনও কিছু প্রকাশ্যে আসেনি। তবে শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২১ সালে বেশ কিছু পর্নো ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছিল।

বিজ্ঞাপন

এই মামলায় ফাঁস হয়েছিল যে কিছু মডেল আর নবীন অভিনেত্রীকে জোর করে এসব পর্নো ছবিতে কাজ করতে বাধ্য করেছিলেন রাজ। দুই মাসের বেশি সময় জেলে কাটানোর পর জামিন পেয়েছিলেন শিল্পার স্বামী। এখনো তিনি জামিনে আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |