ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

যে কারণে ধানুশকে ছেড়ে যান প্রেমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ , ০৬:৩৭ পিএম


loading/img
ধানুশ

অভিনয় ও সংগীত— দুটোতেই সমান দখল দক্ষিণী সুপারস্টার ধানুশের। বাবা সিনেমার পরিচালক হওয়ায় মাত্র ১৬ বছর বয়সে নাম লিখিয়েছিলেন সিনেমায়। জনপ্রিয়তা পেতেও তেমন একটা অপেক্ষা করতে হয়নি। কিন্তু ছাত্রজীবনে পরীক্ষায় ফেল করায় ধানুশকে ছেড়ে গিয়েছিলেন তার প্রেমিকা।

বিজ্ঞাপন

মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন ধানুশ। প্রেমিকাকে পাগলের মতো ভালোবাসতেন তিনি। কিন্তু ধরে রাখতে পারেননি। কলেজের পরীক্ষায় ফেল করায় তাকে ছেড়ে গিয়েছিলেন সেই প্রেমিকা।

তবে প্রেমিকা হারালেও দমে যাননি তিনি। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার তিনি। মোট দুই বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিজ্ঞাপন

গান গেয়েও কাঁপিয়েছেন উপমহাদেশ। তার ‘হোয়াই দিস কোলাবেরি ডি’গান শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুস্কর। এ গান সম্পর্কে ধানুশ বলেছিলেন, মাত্র ছয় মিনিটে গানটি লিখেছিলাম। প্রথমবার গানটি রেকর্ডিং করতে লেগেছিল ৩৫ মিনিট।

প্রসঙ্গত, ক্যারিয়ারে ৬২টি সিনেমা মুক্তি পেয়েছে ধানুশের। অধিকাংশই পেয়েছে জনপ্রিয়তা। বর্তমানে এ অভিনেতা ব্যস্ত আছেন তার পরবর্তী ছবিগুলো নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ধানুশের ৮ সিনেমা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |