ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ , ০৪:২৮ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর মালিবাগে চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে আসামি স্বর্ণাকে আরাফাতের প্রেমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তরুণীকে নিয়ে গত ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন তিনি। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে স্বর্ণা সেখান থেকে চলে যান। এই ঘটনায় নিহতের বাবা-মা হত্যা প্ররোচনায় মামলা করেন। পরে অভিযুক্ত প্রেমিকা স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |