• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে চাঁদনী (২৫) নামে প্রেমিকা অনশনে বসেছেন। রোববার দুপুর থেকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেবুখালী গ্রামে হারুন শিকদারের ছেলে প্রেমিক হাসান মাহমুদ সাজিনের (৩১) বাড়িতে এই অনশন শুরু করেন।

সোমবার (৩০ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

জানা যায়, চাঁদনী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের ফজলু হাওলাদারের মেয়ে।

চাঁদনী জানান, গত চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক সাজিন। কয়েক বছর পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে আসলেও গত পাঁচ মাস ধরে সাজিন সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

সাম্প্রতিক সময়ে সাজিনের সঙ্গে অন্য মেয়ের বিবাহের কথা চলছে, জানতে পারলে প্রেমিকা চাঁদনী সাজিনের বাড়িতে আসেন।

চাঁদনীর ভাষ্য, তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়ছেন প্রেমিক সাজিন। আমি সাজিনের ঘরের সামনে গেলে সাজিনের মা, ফুফু ও বোন মিলে আমাকে মারধর করেন এবং আমার ফোন ছিনিয়ে নেন। আমার মা দুমকী থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী এই তরুণী আরও বলেন, এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। তবে যতক্ষণে বিয়ে না হবে ততক্ষণে বাড়ি থেকে যাবো না।আমি মরে যাব তবুও এখান থেকে যাবো না।

এ দিকে প্রেমিক সাজিনের মুঠোফোনে কয়েকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

সাজিনের বাবা হারুন অর রশীদ (মাস্টার) বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোন সম্পর্ক নাই। আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যে নাটক করছে ওই মেয়ে।’

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় চাঁদনী আক্তারের মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করছে। ছেলে বর্তমানে পলাতক রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার