ঢাকা

চরিত্রের প্রেমে আছি, ব্যক্তিজীবনে সিঙ্গেল : সাফা কবির

কুদরত উল্লাহ

শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ , ০৬:৩৩ পিএম


loading/img
নাটকের চরিত্রে সাফা কবির

মিডিয়ায় পা রাখেন @18 ‘অল টাইম দৌড়ের উপর’ শিরোনামের টেলিফিল্ম দিয়ে। তারপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে সফল। শুধু টেলিফিল্মেই আটকে নেই, অভিনয় করেছেন ওয়েব কিংবা ওটিটি প্লাটফর্মেও। এতসব কাজ যিনি স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছেন, তিনি সাফা কবির। বর্তমানে তার অভিনীত ‘পারুল’ চরিত্রটি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নাট্যপ্রেমীদের মন জয় করেছেন এই অভিনেত্রী। তার সেই চরিত্র, সময়সাময়িক ব্যস্ততা ও আসন্ন দিনগুলো নিয়েই গল্প হয়েছে আরটিভি নিউজের সঙ্গে।

বিজ্ঞাপন

সাফা কবির

আরটিভি : কেমন আছেন আপনি?
সাফা কবির : জ্বরের ঘোরে আছি। বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছি। তবে মারাত্বক কিছু না, সিজনাল জ্বর।

বিজ্ঞাপন

আরটিভি : ওহ! কথা বলার মতো অবস্থায় আছেন?
সাফা কবির : কোনো সমস্যা হবে না। আপনি বলুন...

আরটিভি : সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে আপনার অভিনীত ‘পারুল’ চরিত্রটি। এই চরিত্রের সঙ্গে নিজেকে কীভাবে মেলালেন?
সাফা কবির : এই চরিত্রটি নিয়ে আসলে বেশ আগে থেকেই গ্রুমিং করতে হয়েছে আমাকে। স্ক্রিপ্ট, ডিরেক্টরের ভাবনা, ডিওপির ভাবনাসহ টিমের সবাইকেই বেশ ভাবনায় ফেলে দিয়েছিল। তখন টিমের সবাই মিলেই চেষ্টা করল আমাকে ‘পারুল’ চরিত্রে প্রবেশ করাতে। ডিরেক্টর আলোক হাসান আমাকে যেভাবে দেখতে চেয়েছেন, স্ক্রিনে আমি চেষ্টা করেছি সেভাবেই নিজেকে আয়ত্ত করতে। যেহেতু সত্য ঘটনার ওপর নির্মিত হয়েছে নাটকটি। তাই বেশ কষ্ট করতে হয়েছে সবাইকে। বিশেষ করে আমাকে এই চরিত্রে প্রবেশ করতে বেগ পেতে হয়েছে। পুরো গল্পটাই বাস্তব। তাই এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। চেষ্টাটা ছিল সবার, তাই হয়তো আলোচনায় এসেছে।

সাফা কবির

বিজ্ঞাপন

আরটিভি : নাটকটির শুটিং পাবলিক বাসে হয়েছে। সেই অভিজ্ঞতা কেমন?
সাফা কবির : আমি সবসময় কথা বলি আস্তে-ধীরে। খুব বেশি জোরে কথা বলা হয় না। কিন্তু পারুল চরিত্রটি একজন বাসের হেলপারের। তো বাসের মধ্যে শুটিংয়ের লোকজন ছাড়াও সাধারণ পাবলিক ছিল। এরমধ্যে চিৎকার করে কথা বলা, হেলপারের যে ভাষা সেই ভাবে কথা বলা, বাসের ভাড়া ওঠানো। সবকিছু মিলিয়ে আসলে বেশ বেগ পেতে হয়েছে। বলা যায় খুব চ্যালেঞ্জিং একটা চরিত্রে কাজ করেছি। মজার একটা ঘটনা বলি... অনেক বছর আগে আমার এক বন্ধুকে নিয়ে পাবলিক বাসে প্রথম উঠেছিলাম। কারণ হিসেবে বন্ধু বলেছিল কোনো একসময় হয়তো বাসের কোনো গল্পে অভিনয় করতে হতে পারে, এই গল্পে যখন অভিনয় করছি তখন সেই গল্পটা মনে পড়ে যায়। মিলিয়ে দেখলাম আসলেই তাই। নাটকের শুটিংয়ে সময় টিমের সাপোর্ট না পেলে হয়তো এতোটা আয়ত্ত করতে পারতাম না। অভিজ্ঞতার কথা বলতে গেলে পাবলিক বারবার উঠে যাচ্ছিল, তাদের কন্ট্রোল করা, এরপর বাস যখন গতিতে চলে তখন আমি গেটের ওখানে দাঁড়িয়ে আছি, বেশ কয়েকবার পড়েও যেতে গিয়েছিলাম। এই সমস্ত ঘটনা ক্যামেরার পেছনে ঘটে গেছে। যাই হোক, দর্শক ও আমার টিমের সবার প্রতি কৃতজ্ঞ।

আরটিভি : এমন চরিত্রনির্ভর গল্পে নিজেকে শেষ কবে দেখেছিলেন?
সাফা কবির : এমন বাস্তবমুখী গল্পে অভিনয় করার সুযোগ এর আগেও কাজে লাগিয়েছি আমি। এই ধরনের চরিত্রে কাজ করাটা লুফে নিয়েছি। এর আগেও ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। বিশেষ করে এই ধরনের বাস্তবমুখী চরিত্রে। তবে অনেক দিন পরে এভাবে কাজ করলাম। ‘তুমি আরেকটা দিন থাকো’ এই শিরোনামের গল্পে অভিনয় করেছিলাম। ওটার চরিত্রের নাম ছিল ‘নিলু’। নির্মাতা ছিলেন ভিকি জায়েদ। ওটাও এমনই পারুল চরিত্রের মতো। যেটাকে দেখলে দর্শক আমাকে আলাদাভাবে পাবে।

সাফা কবির

আরটিভি : আসন্ন দিনগুলোতে রেগুলার কাজের বাইরে আর কোনো চরিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ আছে?
সাফা কবির : অবশ্যই, একজন অভিনয়শিল্পী হিসেবে চাহিদা থাকবেই যে অভিনয় যখন করব—তখন ভিন্ন ভিন্ন চরিত্রেই অভিনয় করব। দর্শক যাতে দেখে আমাকে সাদরে গ্রহণ করতে পারে। চেষ্টা তো থাকেই ভালো কিছু করে দর্শকদের প্রশংসা পেতে। তার চেয়ে বড় কথা হচ্ছে, নিজের কাজ দেখে নিজের ভালো লাগা বা তৃপ্ততা তৈরি হওয়া।

আরটিভি : প্রায় সময়ই প্রেমের গুঞ্জন শোনা যায়, আদৌ কি প্রেম করছেন?
সাফা কবির : (হাসি) আসলে বলতে লজ্জা পাচ্ছি। নাহ এখন ব্যক্তিজীবনে আমি সিঙ্গেল। গুঞ্জন তো গুঞ্জনই। এখন প্রেম শুধু আমার কাজ, অভিনয় আর চরিত্রের সঙ্গে।

সাফা কবির

আরটিভি : তাহলে প্রথম প্রেমের গল্পটা শুনতে চাই..
সাফা কবির : প্রথম প্রেম বলতে তখন আসলে আমি বুঝি না। যতদূর মনে পড়ে ইন্টার প্রথম বর্ষে প্রেমে পড়ি। যদিও আমার বান্ধবীরা বুঝিয়ে দিয়েছিল এটাই হচ্ছে প্রেম।

আরটিভি : নাটক কিংবা ওটিটি যা-ই হোক না কেন, যদি পার্থক্য করতে বলি তাহলে কীভাবে করবেন?
সাফা কবির : দেখুন, টেলিভিশন নাটক কিংবা ওটিটি যেটাই হোক, পার্থক্য তৈরি করা মুশকিল। কারণ, আমাদের মূল কাজটা হচ্ছে অভিনয় করা। বাজেটকেন্দ্রিক কথা উঠলে বলব নাটকেও কিন্তু এখন ভালো বাজেট দেওয়া হচ্ছে। আর ভালো নির্মাণের দিকেও কিন্তু নির্মাতারা এগিয়ে যাচ্ছেন। আর ওটিটির ব্যাপারটা যদি বলি, সেখানে কিন্তু বাজেটের লিমিটেশন নেই। একটা চর্চার মধ্য দিয়ে মনে হয় আমরা ভালোর দিকেই যাচ্ছি।

সাফা কবির

আরটিভি : ওটিটিতে তো আপনার অভিজ্ঞতা আগে থেকেই। নতুন করে কোনো কাজ করছেন?
সাফা কবির : এটা সত্য, এখন সবাই ওটিটি কিংবা ওয়েব নিয়ে কথা বলছে। কিন্তু আমি অনেক আগে থেকেই তো কাজ করছি। জায়গা একটু ভিন্ন আমার মতে। কারণ, বাজেট-সময়, চর্চা সবকিছুই থাকে ওটিটিতে। নতুন অনেক পরিকল্পনা করে রেখেছেন নির্মাতারা। নতুন কাজ বলতে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ১২টি প্রেমের একটি গল্পে আছি আমি। আমার আসলে রোমান্টিক গল্পই বেশি টানে। এখন দেখা যাক সামনে কী হয়।

আরটিভি : বাংলাদেশে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা কীভাবে দেখেন?
সাফা কবির : আমি ওটিটি প্লাটফর্ম নিয়ে পজিটিভ। অনেকের কাছেই ইউটিউব ব্যবহার করা বেশি সহজ, তারা মনে করেন ওটিটি ব্যবহারে হয়তো ঝামেলা বেশি। তাদের আমি জানাতে চাই, ওটিটি ভিন্ন কিছু না। এখানে শুধু অ্যাপটা ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিলেই হয়ে যায়। বর্তমানে ওটিটি প্লাটফর্মে অনেক ভালো পরিচালক কাজ করছেন। এখানে তরুণরাও কাজ করছেন। সব মিলিয়ে ওটিটিতে অনেক ভালো কনটেন্ট রয়েছে। ভিন্ন ধারার, বিভিন্ন গল্পের কাজ হচ্ছে ওটিটিতে। একজন শিল্পী হিসেবে বলব, আমি ওটিটিতে কাজ করে আলাদা তৃপ্তি পাচ্ছি। কারণ, এখানে আমি ভিন্ন ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি। নাটকে কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেটা ওটিটিতে নেই। আমরা এখানে নিজেকে মেলে ধরে কাজ করতে পারি। আমি মনে করি, দর্শককে ইউটিউব ও চ্যানেলের পাশাপাশি ওটিটিতে আমাদের কাজ দেখা উচিত। কারণ, এখানে প্রচুর ভালো কনটেন্ট রয়েছে।

সাফা কবির

আরটিভি : চরিত্রের প্রয়োজনে বিভিন্নভাবে নিজেকে তৈরি করতে হয়। বিষয়টা কেমন লাগে?
সাফা কবির : এটা আমি উপভোগ করি। শিল্পী হিসেবে আমি আমাকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই আমাকে বিভিন্ন চরিত্রে কাজের সুযোগ দেওয়ায়। কিছুদিন আগে একটা কাজ করেছি, যেখানে কারওয়ান বাজারের হোটেলে আমাকে কাজ করতে হয়েছে। আমি কখনও এমন কাজ করিনি। আমি ভাবিনি, আমাকে মানুষের খাবারের প্লেট ধুতে হবে। আসলে বিভিন্ন চরিত্রে কাজের মধ্য দিয়ে আমরা ওই মানুষটার জীবনের মধ্য দিয়ে যাই। অন্য একজন মানুষের জীবনের অভিজ্ঞতা, প্রতিকূলতা বোঝার সুযোগ হয় এটার মাধ্যমে।

আরটিভি : দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
সাফা কবির : দোয়া করবেন সবাই আমার জন্য।

সাফা কবির

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |