ঢাকা

ওসি হারুন এবার ‘হাজারি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৯:৫৮ পিএম


loading/img
মোশাররফ করিম

দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এতে তিনি উপস্থিত হয়েছিলেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় সিজনের জন্য।

বিজ্ঞাপন

এরই মধ্যে নতুন খবর এলো মোশাররফ ভক্তদের জন্য। তিনি এবার অভিনয় করতে যাচ্ছেন নতুন ওয়েব সিরিজে। যেখানে হাজারি ঠাকুরের চরিত্রে দেখা যাবে তাকে। আর খবরটি প্রকাশ্যে আসতেই বেশ আনন্দে আছেন মোশাররফ ভক্তরা। কারণ, ওয়েব সিরিজ মানেই ভিন্ন এক জগতে প্রবেশ করেন মোশাররফ। 

নতুন এই গল্পে জানা যায়, ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসটি প্রকাশ পেয়েছিল ১৯৪০ সালে। এর প্রধান চরিত্র হাজারি ঠাকুর একজন রাঁধুনি। স্বপ্ন দেখেন একদিন বড় হোটেল দেবেন। অন্যদিকে পদ্ম কাজ করেন বেচু চক্কত্তির খাবার হোটেলে। তবে হাজারিকে দুচোখে দেখতে পারে না সে।

বিজ্ঞাপন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের এই গল্পটিকেই ওয়েব সিরিজে তুলে ধরবেন নির্মাতা অরিন্দম শীল। আর এতেই হাজারি চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম। পদ্ম চরিত্রে থাকবেন কলকাতার অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে নির্মাতা অরিন্দম শীল বলেন, চিত্রনাট্য লেখার সময় হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠছিল আমার চোখের সামনে। সেই থেকে আমার মাথার ভেতর তার নাম ঘুরছিল। পরে সঙ্গে যোগাযোগ করি। গল্প শুনে তিনি রাজি হয়ে যান।

আরও জানা যায়, চলতি মাসেই সিরিজটির শুটিং শুরুর কথা থাকলেও কিছু জটিলতার কারণে এর শুটিং পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়া হয়েছে। এতে মোশাররফ, অনন্যা ছাড়াও অভিনয় করবেন দেবশংকর হালদার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দুই বাংলায় সমানতালে কাজ করছেন দর্শক নন্দিত অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি শেষ করেছেন পশ্চিমবঙ্গের ‘হুব্বা’ নামের একটি চলচ্চিত্র। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম ঝলক। যা নেটমাধ্যমে তুমুল সাড়া ফেলেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |